

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-গতকাল রাতে ৩১জেলার ঘোষিত যুবদল কমিটি সারাদেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।এরই বহিঃপ্রকাশ দেখা যায় বান্দরবান জেলা যুবদল কমিটি নিয়েও।আজ শনিবার রাত আটটায় বান্দরবান বাজারে বান্দরবান জেলা যুবদলের অবৈধ কমিটি বাতিলের দাবিতে জেলা যুবদলের আহবায়ক আবু বক্করের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা।এসময় তীব্র প্রতিবাদে ফেটে পড়ে নেতাকর্মীরা।স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলে বিক্ষুব্ধ যুবদল নেতাকর্মীরা।তারা গতরাতে ঘোষিত কমিটি কে প্রত্যাখ্যান করে অবৈধ টাকার বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তুলে।এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বান্দরবান বাজারে চরম উত্তেজনা বিরাজ করছে।সদ্য ঘোষিত নতুন কমিটির কোনও নেতাকে এখন পর্যন্ত বাজারে দেখা যায়নি।বান্দরবান সদর থানা পুলিশ সতর্কতার সাথে যে কোনও উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে।