

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বান্দরবান জেলা শহরের প্রানকেন্দ্র তাজিং ডং রেস্তোরাঁয় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।সংগঠন এর সভাপতি আমজাদ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নেতা বান্দরবান জেলা রেডক্রিসেন্ট সোসাইটি সম্পাদক এ.কে.এম.জাহাঙ্গীর আলম,সংগঠন এর উপদেষ্টা জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি শামসুল হক,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী রাশেদ,বর্তমান জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ সহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির উত্তরোত্ত মঙ্গল কামনা করা হয়।পরে এসোসিয়েশন সভাপতি আমজাদ হোসেন ইফতার সফল করতে যারা ভূমিকা রেখেছেন তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং উপস্থিত থাকা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।