

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবানে গোল্ডেন জিপিএ-৫ ও সাধারণ জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ পত্র ও পুরুস্কার বিতরণ ও “যাকাত ভিক্ষা বা অনুকম্পা নয়,গরীবের অধিকার” শীর্ষক আলোচনা সভা ও ইফতার-দোয়া মাহফিলের আয়োজন করা হয়।গতকাল সোমবার (২৮ মে) জেলা প্রশাসকের সভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলামুর রহমান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুফিদুল আলম,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃরিদুয়ানুল হক।বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপাভাইজার আলহাজ্ব মাওলানা আবু তাবেল মইনী এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃজাহাঙ্গীর আলম সজিব।সভায় ইসলামিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী,বান্দরবান জেলা ওলামালীগের সভাপতি মাওলানা ইউসুফ মুনীরী,বান্দরবান জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী নুরুল আমিন।এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন বান্দরবান ইফা কার্যালয়ের হিসাব বিভাগের মোঃ মাহফুজ,মোঃ সাইমন,ইফার মডেল কেয়াটেকার মাওঃ আব্দুল আলিম,মোঃ সেলিম প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন,রমজান মাস হচ্ছে মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।এ মাসে সকল ভালো কাজে আল্লাহ তায়ালা দ্বিগুনের চেয়েও অধিক বরকত ও নেকী দান করে থাকে।রমজান মাসে নফল এবাদাত করলেও তা অন্য মাসের ফরজের সমতুল্য নেকী দেন আল্লাহ।পুরো একমাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে রাজী করার চেষ্টা করে মুসলমানরা। বক্তারা আরো বলেন,আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য,আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব।পরে বান্দরবানে গোল্ডেন জিপিএ-৫ ও সাধারণ জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ পত্র ও পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি।পরিশেষে দেশ-জাতি সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া মুনাজাত করা হয়।