

বান্দরবানের জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথ (২৯) আত্মহত্যা করেছেন।আজ বুধবার (১৬ অক্টোবর) রাত ১টার দিকে তিনি জেলা শহরের বালাঘাটাস্থ বাসাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ সিএইচটি টাইমস ডটকমকে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।স্থানীয় সূত্রে জানা গেছে,আজ রাতে জেলা শহরের বালাঘাটাস্থ বাসার ছাদের বিম এর সাথে ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন পংকজ কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।বিশেষ একটি সুত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে বান্দরবান জেলা শহরে বসবাসরত মার্মা সম্প্রদায়ের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো বান্দরবানের জনপ্রিয় এই শিল্পীর।তবে কিছুদিন ধরে তাঁর এই প্রেমিকার সাথে বনিবনা না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন পংকজ।যদিও মানসিকভাবে খারাপ থাকার বিষয়টি তিনি কাউকে বুঝতে দিতেন না।এমনকি তাঁর এমন আত্মহননের পূর্বেও তিনি বেশ স্বাভাবিক ছিলেন বলে জানা গেছে।ধারণা করা হচ্ছে মান-অভিমানের হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।এদিকে জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথ এর মৃত্যুর সংবাদ জানাজানি হলে তার বন্ধুমহল ও স্থানীয় শিল্পীদের মাঝে শোকের ছায়া নেমে আসে,সদর হাসপাতালে তাকে এক নজর দেখতে ভীড করছে স্থানীয়রা।উল্লেখ্য,বেসরকারী টেলিভিশন চ্যানেল এস.এ টিভি’র বাংলাদেশী আইডল প্রতিযোগিতায় বান্দরবানের তরুণ কন্ঠশিল্পী পংকজ দেবনাথ সেরা ৮ এর মধ্যে ছিলেন।