

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জেলা ও জাতীয় ভাবে সেরা শিক্ষক হওয়ায় সরকারি খরচে স্টাডি ট্যুরে মালেশিয়া গেলেন সহকারি শিক্ষিকা জয়নব আরা বেগম।শুক্রবার বাংলাদেশ সময় নয়টায় তিনি মালেশিয়া পৌঁছান। তিনি বান্দরবানের আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষিকা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থানুকুল্যে ‘টিচার এডুকেশন এ-টিচার ট্রেনিং’ এর ওপর স্টাডি ট্যুরে অংশ নিচ্ছেন তিনি।এ ট্যুরে ৩ জন পদস্থ সরকারি কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন প্রধান শিক্ষক ও ৩ জন সহকারি শিক্ষিকা রয়েছেন।উল্লেখ্য,বহুমুখি প্রতিভার অধিকারী শিক্ষিকা জয়নব ২০১৫ সালের জুলাইয়ে স্কুলস অনলাইন পার্টনারশীপের ওপর সরকারি আদেশে এবং ব্রিটিশ কাউন্সিলের খরচে ল-ন সফর করেন।সেখানে তাকে ল-নের হেভারিং এর মেয়র রানীর পোষাক পরিয়ে এ ওয়ার্ড সম্মাননা প্রদান করেন,তিনি মাল্টিমিডিয়া ক্লাসরূমের জন্য কন্টেন তৈরী করে ২০১৪ সালে জাতীয় ভাবে সেরা শিক্ষক এ ওয়ার্ড লাভ করেন।