বান্দরবান সদর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ সুয়ালক উচ্চ বিদ্যালয়ের ৩৬ বছরের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে পরিষদ গঠনকল্পে ৪৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়েছে। ৩ মাস মেয়াদী এডহক কমিটির অনুমোদন দেন সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আজীবন প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুছ।
নবগঠিত এডহক কমিটিতে সভাপতি পদে ২০০৫ ব্যাচের আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক পদে ২০০৭ ব্যাচের রবিউল আলম মনোনীত হয়েছেন। সহ-সভাপতি মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম আরিফ, রিকন বড়ুয়া, রোকসানা আক্তার, বিজয় বড়ুয়া ও ফারুক খান তুহিন। এছাড়া যুগ্ন সম্পাদক সাগর কান্তি দেব, সহ-সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল, সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান ও মো: শামিম, অর্থ সম্পাদক আব্দুল হাকিম, সহ-অর্থ সম্পাদক মো: যাকারিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রবন কান্তি দেব, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদ হোছাইন ও রানা দাশ, ছাত্র কল্যাণ সম্পাদক রহিমা আক্তার, সহ-ছাত্র কল্যাণ সম্পাদক শওকত ওসমান, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল খালেক, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক মোহছেনা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ইফতেহা মুন্নি, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন, সহ-প্রচার সম্পাদক আবু তালেব, দফতর সম্পাদক মো: -হারুন, সহ-দফতর সম্পাদক মো: নয়ন, নৃ-গোষ্ঠি বিষয়ক সম্পাদক উৎফল তং, সহ-নৃগোষ্ঠি বিষয়ক সম্পাদক মদন মোহন তং, ধর্ম বিষয়ক সম্পাদক মো: এরশাদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক উশৈচিং মারমা, প্রবাসী কল্যাণ সম্পাদক সাবুল বড়ুয়া, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু ইউছুফ, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসিন, ক্রীড়া সম্পাদক কুশিলব রায়, সহ-ক্রীড়া সম্পাদক পারভেজ মোশাররফ, ইমরান হোছেন জিসান, সাংস্কৃতিক সম্পাদক আবিদা সুলতানা ডালিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুল ইসলাম ইমন, সদস্য লাল্টু দাশ, হ্লাসিংনু, সালমা সোলতানা ও মো: ইমরান হোসেন প্রমুখ।
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান বলেন, “আমার প্রত্যাশা যে, দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সুয়ালক উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই পরিষদ এগিয়ে যাবে। স্কুলের উন্নয়নে কাজ করবে এবং সমাজের উন্নয়নে কাজ করবে। আমি এর সফলতা কামনা করি”।
শুক্রবার (১২ জুন) বিকেলে সুয়ালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক ক্ষুদ্র পরিসরের অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন ২০০১ ব্যাচের প্রাক্তন ছাত্র ও পরিষদের উপদেষ্টা তোফাজ্জল হোসেন খান জনি। এসময় বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মেহেদী হাসান মুন্নাসহ কমিটির একাংশ উপস্থিত ছিলেন।
নব গঠিত এডহক কমিটির সভাপতি আব্দুল মান্নান বলেন, “দায়িত্ব পাওয়া বড় কথা নয়, দায়িত্ব পালন করাই বড়। আগামী ৩ মাসের মধ্যে সকলকে সমন্বয় করে কার্যকরী পরিষদ গঠনের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। তাই সকল প্রাক্তনকে আমাদের সাথে সমন্বয় করার জন্য আহ্বান জানাচ্ছি। আশাকরি আমরা একটি সুন্দর পরিবার গড়ে তোলতে পারবো।
এদিকে কমিটি ঘোষণা অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।