বান্দরবান জেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুয়ালক উচ্চ বিদ্যালয় (সুউবি)’র প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ২০ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা প্যানেল গঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, গভর্নিং বডির সদস্য, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয় রয়েছে উপদেষ্ঠা প্যানেলে। ৩ বছর মেয়াদী উপদেষ্ঠা প্যানেলে আজীবন প্রধান উপদেষ্ঠা মনোনীত হয়েছেন সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।
উপদেষ্ঠা প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির, থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন (ব্যাচ ১৯৮৭), অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাজী আজিজ উদ্দিন (ব্যাচ ১৯৮৮), বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি পাইহ্লা অং মারমা (ব্যাচ ১৯৮৯), কাইছতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম উল্লাহ ভূঁইয়া (ব্যাচ ১৯৮৯), চট্টগ্রাম এলাহীবাদ ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ফরিদুল ইসলাম (ব্যাচ ১৯৮৯), সরকারি চাকরিজীবি রাজামিয়া সিকদার (ব্যাচ ১৯৮৯), বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী নুরুল আলম (ব্যাচ ১৯৯০), সরকারি চাকরিজীবি নুর নাহার বেগম (ব্যাচ ১৯৯১), বিশিষ্ট রাজনীতিবিদ নির্মল কান্তি দে (ব্যাচ ১৯৯৩), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ ভূঁইয়া (ব্যাচ ১৯৯৩), বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী সরোয়ার জামাল (ব্যাচ ১৯৯৩), বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ বড়ুয়া (ব্যাচ ২০০০), বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন খান জনি (ব্যাচ ২০০১), চকরিয়া থানার এএসআই আকবর সিকদার ( ব্যাচ ২০০২), সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোক্তার হোসেন (ব্যাচ ২০০২), সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গির আলম (ব্যাচ ২০০৩), সরকারি চাকরিজীবি মঞ্জুরী তংচংগ্যা (ব্যাচ ২০০৬) প্রমুখ।
গত ১২ জুন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ। এর আগে ৫ জুন নীতি নির্ধারণী প্যানেলের সিদ্ধান্তক্রমে প্রধান উপদেষ্ঠা আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান তিন মাস মেয়াদী এডহক কমিটির অনুমোদন দেন।
এ ব্যাপারে জানতে চাইলে এডহক কমিটির সভাপতি আব্দুল মান্নান রানা বলেন, উপদেষ্ঠা প্যানেলের মূল্যবান পরামর্শ ও সহযোগীতা আমাদের কার্যক্রমকে আরো মসৃণ ও সাফল্যমন্ডিত করবে। আমি আশান্বিত যে, আর্থ-সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও স্কুল বান্ধব কার্যক্রমে উপদেষ্ঠামন্ডলী আমাদের পাশে থাকবেন।
এডহক কমিটির সহ-সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান তুহিন বলেন, উপদেষ্ঠা প্যানেল ও এডহক কমিটিতে প্রাণের ক্যাম্পাস সুয়ালক উচ্চ বিদ্যালয়ের ৩৬ বছরের প্রাক্তনদের সমন্বয় করা হয়েছে। যার যার অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে, সৃজনশীল কিছু হবে আশাকরি।
এডহক কমিটির সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন, গঠনতন্ত্রের ১১ নং ধারার ৪ অনুচ্ছেদের আলোকে উপদেষ্ঠা প্যানেলে গঠিত হয়েছে। আশাকরি তাঁদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.