জিহানুর রহমান চৌধুরী,(স্টাফ রিপোর্টার) চট্টগ্রামঃ-চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন,আওয়ামীলীগ শিক্ষাবান্ধব সরকার।তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাত সমৃদ্ধতর হচ্ছে।তিনি বলেন,শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনে বাংলাদেশ ছুঁয়েছে নতুন মাইলফলক।বাংলাদেশে শিক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের অগ্রগতি চোখে পড়ার মতো।একসময় নারী শিক্ষা শুধু উচ্চবিত্ত ও শহরের কিছু পরিবারে সীমাবদ্ধ ছিল।সে ধারণা থেকে বেরিয়ে এসে নারীশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষনীয় সাফল্য দেখিয়েছে।তিনি গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ২০১৮ইং) সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা.আ.ম.ম মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ আহমদ নবী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম,সহ সভাপতি মোজাম্মেল হক,যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন,দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল।বিদ্যালয়ের শিক্ষক আনন্দ মোহন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল।অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শফিকুল ইসলাম,রূপকুমার নন্দী খোকন,আবদুল মন্নান,মোহাম্মদ হানিফ,শফিকুল ইসলাম শফি,রফিকুল ইসলাম,আজম খান ও এটিএম মঈনুল হক,উপজেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি নুরুল মোস্তফা চৌধুরী,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হারেছ মোহাম্মদ,স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদাত হোসাইন শাহেদ প্রমুখ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.