

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সব ধরনের মাদককে লাল কার্ড দেখিয়েছে বান্দরবানের কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা।সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই লাল কার্ড প্রদর্শনের পাশাপাশি মাদক বর্জনের শপথ নেয় শিক্ষার্থীরা।কুমিল্লার শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল আলম।কালেক্টরেট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:শামীম হুসাইন,প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারন সম্পাদক মিনারুল হক,লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেলসহ স্কুলের শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।এসময় কালেক্টরেট বিদ্যালয় প্রাঙ্গনে চার শতাধিক ছাত্র ছাত্রী মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করে ও সব ধরনের মাদকে লাল কার্ড প্রদর্শন করে।সংশ্লিষ্টরা জানান,দেশকে মাদকের হাত থেকে মুক্ত করতে ২০১২ সাল থেকে সংগঠনটি সারা দেশে মাদক বিরোধী প্রচারণা চালিয়ে আসছে।