

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে মহিলা কলেজের এক শিক্ষিকার বদলীর আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কলেজের ছাত্রীরা।শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে সরকারি মহিলা কলেজের ছাত্রীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় কলেজের ছাত্রীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনে ছাত্রীরা জানান,বান্দরবান মহিলা কলেজে পর্যাপ্ত শিক্ষক না থাকায় লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।এদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের এক মাত্র শিক্ষিকাকে ও ১৩ এপ্রিল চট্টগ্রামের সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজে বদলী করা হয়, আর এর ফলে এই কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রীদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে।এসময় মানববন্ধনে অংশ নেয়া সরকারি মহিলা কলেজের ছাত্রীরা অবিলম্বে সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এক মাত্র শিক্ষিকা জান্নাতুল মাওয়ার বদলীর আদেশ বাতিল করে পুর্ণবহালের জন্য সরকারের কাছে আবেদন জানান।