

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-বান্দরবানে ৫০ জন মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবে সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন। এই উপলক্ষে মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাব হল মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছুর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর উপদেষ্টা মোজাম্মেল হক বাহাদুর। এছাড়াও অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধূরী,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন,সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রথম আলো বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,বান্দরবান সরকারী কলেজের প্রভাষক মেহেদি হাসান,এনটিভি প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার,একুশে টেলিভিশন প্রতিনিধি টিটু,দৈনিক স্বাধীন ভাষা ও সিএইচটি টাইমস ডটকমের বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ আলী,মোহনা টেলিভিশন প্রতিনিধি রাহুল বড়ূয়া ছোটন,সাংস্কৃতিক কর্মী রাজেস দাশ,সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের আহবায়ক মোঃআমজাদ হোসেন,বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান সহ অন্যান্য ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।সভায় অতিথিরা সাংবাদিকদের জানান প্রথম বারের মত প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন সিটিজেন ওয়েলফেয়ার এসসোসিয়েশন। একজন শিক্ষার্থীর জন্য প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।নানা কারনে অনেক শিশু এই পর্যায় থেকে ঝড়ে পড়ে।তাই শিশুদের পড়া শোনার প্রতি আগ্রহী করতে এই প্রচেষ্টা বাস্তবায়ন করেছে সাংগঠনটি। চলতি বছরের ডিসেম্বর মাসের বার্ষিক পরীক্ষার পর পরই এই বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হবে।মেধার ভিক্তিতে তৃতীয় এবং চর্তুথ শ্রেনীতে ২৫ জন করে মোট ৫০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হবে।পরে সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের আহবায়ক মোঃআমজাদ হোসেন সকলের সার্বিক সহযোগিতা কামনা করার আহ্বান জানিয়ে সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।