

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৭ এ জাতীয় পর্যায়ে আহমেদ আবতাহী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।৩০ মার্চ ঢাকা আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্টিতব্য প্রতিযোগিতায় ‘বাংলাদেশ ষ্টাডিজ ও মুক্তিযোদ্ধ’ বিষয়ে সে সারা বাংলাদেশে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হন। শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত থেকে পুরষ্কার গ্রহণ করে অাবতাহী।সে পার্বত্য জেলা বান্দরবান লামা পৌরসভার চম্পাতলী নূর আহমদ মাষ্টারের বাড়ির বাসিন্দা লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো:ইয়াহিয়া ও লামা গার্লস স্কুলের সিনিয়র শিক্ষক হামিদা আকতারের একমাত্র পুত্র এবং বান্দরবান ক্যান্টেনম্যান্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।ইতিপূর্বে আবতাহী জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নসহ জেলা উপজেলা পর্যায়ে একাধিক বৃত্তি লাভ করেন।সে চকরিয়া উপজেলার খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রবীন শিক্ষক আলহাজ্ব মাওলানা ছৈয়দ আহমদের নাতী ও কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা.রেজাউল করিম মনছুরের ভাগিনা।তার এ সফলতার জন্য সে শিক্ষক শুভাকাংখী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে দেশ-দশের কল্যানে আত্ত নিয়োগ করার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।