

বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হল পাড়ায় গত সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য অষ্টম শ্রেণির শিক্ষার্থী নু মেসি মার্মাকে বীর বাহাদুর ফাউন্ডেশন উদ্যোগে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।গত ৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বাস ভবনে এই শিক্ষা উপকরণ প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন বীর বাহাদুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান সোহাগ ও সদস্য সচিব নাজমুল হোসেন বাবলু।এসময় বীর বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে নু মেসি র্মামাকে একটি স্কুল ব্যাগ,বই-খাতা,কলমসহ আর্থিক অনুদান প্রদান করা হয়।এদিকে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে বান্দরবান সদর উপজেলা অন্তর্গত ফারুক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে একই ফাউন্ডেশন এর পক্ষ বিভিন্ন জাতের ফলজ ও বনজ চারা তুলে দেয়া হয়েছে।চারা বিতরণকালে বীর বাহাদুর ফাউন্ডেশন এর নেতৃবৃন্দরা স্কুল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং স্কুল ক্যাম্পাসেও বিভিন্ন জাতের চারা রোপণ করেন।এসময় বীর বাহাদুর ফাউন্ডেশন এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আহবায়ক খলিলুর রহমান সোহাগ এবং সদস্য সচিব ছাত্রনেতা নাজমুল হোসেন বাবলু,বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকদের পাশাপাশি ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।