

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।এরই অংশ হিসেবে সোমবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ.এফ.ইমাম আলির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।পরে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ.এফ.ইমাম আলি।এসময় উপাচার্য প্রফেসর ডক্টর এ.এফ. ইমাম আলি বলেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ হতনা,তাই শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যেতে হবে।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।সবশেষে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।