বান্দরবানে পার্বত্য জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১২টায় বান্দরবানের অরুণ সারকী টাউন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষাবৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন,বান্দরবান জেলা শিক্ষাক্ষেত্র এখন আর পিছিয়ে নেই।আমাদের সন্তানদের দায়িত্ব চাইলে যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিতে পারে।একটি প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অন্তত ২ জন শিক্ষার্থীকে বৃত্তি দিলে বা দায়িত্ব নিলে জেলায় আমার অনেক শিক্ষার্থী উঠে আসেবে।আগামীতে এ জেলা দেশের অন্যতম শিক্ষিত নাগরিকদের জেলায় পরিনত হবে।এক সময় বান্দরবান জেলায় দুইটি কলেজ ছিল আর এখন ১৪টি কলেজ হয়েছে।পার্বত্য অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি আরও বাড়ানো হবে।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুবিন মো.ইয়াছির আরাফাত জানান, উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বান্দরবান পার্বত্য জেলায় কলেজ পর্যায়ে ৩০৩ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে বৃত্তি দেয়া হচ্ছে।অন্য দিকে বিশ্ববিদ্যালয় পর্যায় এর ৪২২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৬৩ লাখ ৪১ হাজার টাকা প্রদান করা হয়।পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় ২ কোটি টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুরুল আলম চৌধুরী,বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার চৌধুরী,বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) মো.ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি ইউনিটের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা।
উল্লেখ্য,তিন পার্বত্য জেলা ২৬টি উপজেলার ১২১টি ইউনিয়নে ৩৭৫টি মৌজায় ৫ হাজার গ্রামে ১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার পর থেকে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে।এ বৃত্তি প্রদান শুরু মাত্র হয়েছিল ৮১ হাজার টাকায়।ধাপে ধাপে বিভিন্ন অর্থবছরে বৃত্তির টাকার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হয়।তিন পার্বত্য জেলায় ২০২২-২৩ অর্থবছরে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২ কোটি টাকা উন্নীত করে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড।