

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের এক স্কুল শিক্ষিকাকে তাঁর স্বামী গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন শিক্ষিকার পরিবার। নিহত স্কুল শিক্ষিকার নাম রুমি বড়–য়া। তিনি বান্দরবান কালেক্টরেট স্কুল ও কলেজের সহকারি শিক্ষিকা ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও ক্রীড়া সংগঠক দীপ্তি কুমার বড়–য়ার মেয়ে। অভিযুক্ত স্বামী সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল রিন্টু বড়–য়াকে আটক করেছে পুলিশ।নিহত রুমি বড়ুয়ার বড় ভাই রাজু বড়ুয়া জানান,সোমবার ভোর রাতের কোনো একসময় রুমিকে রাঙ্গুনিয়ার বেতাগি ইউনিয়নের নিজ শশুর বাড়িতেই গলায় ধারালো ছুরির আঘাতে হত্যা করা হয়।সকাল ১০ টার দিকে খবর পেয়ে বান্দরবান থেকে ঘটনাস্থলে পৌঁছে বিছানায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়েছেন তাঁরা।পরে পুলিশের উপস্থিতিতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।রাজু আরো বলেন, ‘আমার বোন পারিবারিক নির্যাতনের শিকার ছিলো।নির্যাতনের অংশ হিসেবেই তার স্বামী তাকে হত্যা করেছে।’ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।তবে হত্যাকান্ডে স্বামী জড়িত কিনা তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে বলে জানান তিনি।অভিযুক্ত স্বামী ল্যান্স কর্পোরাল রিন্টু বড়ুয়া কক্সবাজারের রামু সেনা জোনে কর্মরত আছেন বলে জানায় নিহতের পরিবার।রিন্টু সাথে রুমির বিয়ে হয় প্রায় ১০ বছর আগে।তাদের কোন সন্তান-সন্ততি নেই।