বান্দরবান সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকদের সাথে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ অক্টোবর) সকালে এই মতবিনিময় সভাটি বান্দরবান এর পিটিআই হলরুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অতিরিক্ত মহাপরিচালক,পিইডিপি-৪ ও অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শফিউল আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস,পিটিআই, বান্দরবান এর সুপারিনটেনডেন্ট (চলতি দায়িত্ব) মো.আলী আহসান এসময় উপস্থিত ছিলেন।এছাড়াও সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.ইলিয়াছ এবং প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।একই দিন অনুষ্ঠানের প্রধান অতিথি দিলীপ কুমার বণিক,মাস্টার ট্রেইনার্স ট্রেনিং ফর টিচার্স অন ফরমেটিভ এসেসমেন্ট এন্ড রিমেডিকেল টিচিং (৩ দিন) ও মেন্টাল হেলথ সার্ভিসেস (১দিন) বিষয়ক প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
শিক্ষকদের নির্ভরযোগ্য একটি সুত্রে জানা যায়,বান্দরবান এর ৭ টি উপজেলার ৫৬ জন শিক্ষক দুটি বিষয় ভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পিটিআই, বান্দরবানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।২৫ অক্টোবর প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠিত হবে।