

জিহানুর রহমান চৌধুরী,স্টাফ রিপোর্টার,চট্টগ্রামঃ-
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাস্থ উত্তর নালাপাড়ায় অবস্থিত নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী-২০১৮ইং অনুষ্ঠান স্কুল পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেলের সঞ্চালনায় প্রধান শিক্ষক রণজিত সেনের সভাপতিত্বে পি. টি. আই সংলগ্ন স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত হয়।দিনের প্রথম অধিবেশেনে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন মহানগরী ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক,বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহমেদুর রহমান মুন্সী।আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তমিজুর রহমান, ক্রীড়া সংগঠক এরশাদ আলী খান ভুট্টো, আতাউর রহমান, রফিক আহমদ, ফুটবল কোচ মহসিন সাজু, স্কুল পরিচালক জুলফিকার আলী মুন্না, সুরাইয়া ইয়াছমিন পান্না, সাবরিনা আহমদ সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানের মাধ্যমে দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫, বি-৪ বাংলাদেশ এর মাননীয় জেলা গভর্নর লায়ন মনজুর আলম মঞ্জু (পি.এম.জে.এফ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫, বি-৪ বাংলাদেশ এর সিনিয়র এডভাইজর লায়ন আসেদা জালাল (এস.জি.এ), রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির, রিজিয়ন জোন চেয়ারপার্সন লায়ন আশরাফুল আলম, লায়ন্স ক্লাব অফ বাকলিয়ার প্রেসিডেন্ট লায়ন এ,কে,এম সালাহ উদ্দিন (এম.জে.এফ), লায়ন সেলিম সিকদার, লায়ন কামরুল ইসলাম সহ স্কুলের পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেল, জুলফিকার আলী মুন্না, সুরাইয়া ইয়াছমিন পান্না, সাবরিনা আহমদ , শামসুল ইসলাম, মো: তসলিম, সাহেদ মাহমুদ রুবেল, পারভেজ রহমান জনি, নিজাম উদ্দিন চৌধুরি, শফিক ওয়াহিদ, স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।বিদ্যালয়ের একাডেমিক পুরষ্কার হিসেবে লায়ন্স ক্লাব অফ বাকলিয়ার পক্ষ থেকে শিক্ষার্থীগণকে স্কুল ব্যাগ উপহার দেন এবং বার্ষিক ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগীতায় পুরষ্কার প্রাপ্তদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।