

চট্টগ্রাম, ০৫ জুন ২০২৪
০৫ জুন ২০২৪, বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নগরীর “দি পেনিনসুলা চিটাগাং” হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য ছিল “Land restoration, desertification and drought resilience”.
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ জন শিক্ষার্থীর একটি দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে চট্টগ্রাম নগরীর নামকরা মোট ৮টি কলেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা কিভাবে পরিবেশ সংরক্ষণ ও খরা প্রতিরোধ করা যায় তা উপস্থাপন করেন। উক্ত প্রতিযোগিতায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২য় রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং পরিবেশ রক্ষায় নিজের দায়িত্ববোধ জাগ্রত করার কাজটি এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে সম্পাদন করা সম্ভব