

চট্টগ্রাম, ২৭ মার্চ ২০২৪
২৭ মার্চ, ২০২৪ তারিখ বুধবার পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪ এর থানা পর্যায়ের প্রতিযোগিতা। এতে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১২জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ভাষা ও সাহিত্য বিভাগে আফরা আনজুম নিধি (ক গ্রুপ) তৃতীয়, সামিয়া আফরিন (খ গ্রুপ) তৃতীয়, মুর্শিদা আক্তার (গ গ্রুপ) প্রথম, দৈনন্দিন বিজ্ঞান বিভাগে মুহাম্মদ তাহমিদ জামান (ক গ্রুপ) দ্বিতীয়, আফিয়া তাসনিম জারিন (খ গ্রুপ) প্রথম, মাশরুর-উর-আলম (গ গ্রুপ) প্রথম, গণিত ও কম্পিউটার বিভাগে তাবিয়া ইসলাম (ক গ্রুপ) প্রথম, দেবাঞ্জনা বড়ুয়া (খ গ্রুপ) প্রথম, সুমাইরা তাসমিন (গ গ্রুপ) প্রথম, বাংলাদেশ স্টাডিজ বিভাগে মোঃ ফারহান ইমরোজ (ক গ্রুপ) দ্বিতীয়, তাসফিক হোসেন (খ গ্রুপ) প্রথম, কৃষ্ণ চৌধুরী (গ গ্রুপ) প্রথম হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ২৮ মার্চ ২০২৪ তারিখ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ০৮ জন অংশগ্রহণ করবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন ও জেলা পর্যায়ে ভালো ফলাফলের জন্য দিকনির্দেশনা দেন।