

নিজস্ব প্রতিবেদকঃ-জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ।ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য উসিং হাই রবিন এর নেতৃত্বে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে উক্ত শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।শোক দিবসের প্রথম প্রহর অর্থাৎ রাত ঠিক ১২.১ মিনিটে ছাত্রলীগ নেতাকর্মীরা বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে বান্দরবান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনি সুশীল,বান্দরবান জেলা ছাত্রলীগ সহসভাপতি সাইফুদ্দীন মোঃহারুন,কলেজ ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান বাবলু সহ জেলা ও কলেজ শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা জাতির জনকের প্রতিকৃতির আশেপাশে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।