বান্দরবান ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল ২৮ জুন বিকাল সাড়ে ৫ টায় বান্দরবান জেলা শহরের ইসলামী পাঠাগার মিলনায়তনে এই শিক্ষা সামগ্রীগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।বান্দরবান ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃইসলাম বেবী।যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মান্নান এর পৃষ্ঠপোষকতায় বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পৌরসভার ২০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।প্রতিটি শিক্ষার্থীদের মাঝে এক হাজার টাকা সমমূল্যের শিক্ষা সামগ্রীর মধ্যে ছিলো বই,খাতা,কলম,পেন্সিল,জ্যামিতি বক্স,ব্যাগ সহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন,শিক্ষাই জাতির মেরুদন্ড।যে জাতি যত শিক্ষিত,সে জাতি ততই উন্নত এবং সমৃদ্ধশালী।বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো এদেশের শিক্ষা ব্যাবস্থা কে উন্নত করা।সারাদেশের ন্যায় তিন পার্বত্য জেলাতে শিক্ষা ব্যাবস্থার মান উন্নয়নে বাংলাদেশ আওয়ামীলীগ এর সরকার কাজ করে যাচ্ছে।শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে একের পর পদক্ষেপ গ্রহণ করছে।প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ায় মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করতে হবে। বান্দরবান জেলা সম্প্রীতির বন্ধনে সংযুক্ত একটি নীড়।জাতি,ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের উপর আস্থা রেখে দীর্ঘকাল ধরে এখানে সুসম্পর্ক বজায় রয়েছে।কারও একার পক্ষে কােনো কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।বান্দরবান ফাউন্ডেশন কতৃক গৃহীত উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি এই ধরনের কার্যক্রম যাতে আরও বৃদ্ধি করা হয় সেই জন্য ফাউন্ডেশন এর প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং বান্দরবান ফাউন্ডেশন এর যেকোনও উদ্যোগ কে সহায়তা করার অভিব্যক্তি ব্যাক্ত করেন।এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান,সাঙ্গু উচ্চবিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃশাহ আলম,কাইচতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক শামসুল ইসলাম প্রমুখ।অনুষ্টানে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবক এবং স্হানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।