বান্দরবানের টং অরং সমিতির উদ্যোগে চেমী ডলু পাড়ায় ১ম এডভোকেটশীপ পাওয়া,সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে (৭ এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলার চেমীডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টং অরং সমিতির সভাপতি কমংহ্লা মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাই হ্লা অং।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপ্রু মার্মা,চেমীডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতোষময় বড়ুয়া,চেমীডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বড়ুয়া,চেমীডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ক্যচিংঅং মার্মা।
এছাড়াও থোয়াইমং প্রু,উশৈথোয়াই মার্মাসহ অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, টং অরং সমিতি প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় বিভিন্ন সামাজিক মুলক কাজকর্ম করে আসছে। এরই ধারাবাহিকতায় অত্র চেমীডলু পাড়ার কৃতি শিক্ষার্থীসহ বিশেষ কাজে অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনার আয়োজন করেছে।যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।তাদের পাশাপাশি সমাজের বৃত্তবান ব্যক্তিদের এ ধরনের সামাজিক কাজকর্মে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।পরে চেমীডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থোয়াইসাবু মার্মাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা,১ম এডভোকেটশীপ পাওয়া উচোঅং মার্মাকে সম্মাননা,সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী সিংএমং মারমা ও নুনুওয়াই মারমি পুতুলসহ বিভিন্ন সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সং