কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক সপ্তাহ শুরু


নিউজ ডেস্ক প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০১৯ ৮:৩৪ : অপরাহ্ণ 725 Views

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মো. আবু হাসান সিদ্দিক এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ সচিব) ড. মো. গোফরান ফারুকী। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রভাষক ম্যাসুইছেন রাখাইন, প্রভাষক জাহেদুল ইসলাম সুমন,প্রভাষক মো: শাহাদাত হোসাইন, প্রভাষক মো: আবুল হোসাইন কুতুবী, প্রভাষক সদর উদ্দিন সৌরভ, প্রভাষক মো: বেলাল উদ্দিন, প্রভাষক মো: ইফতিখার আরেফিন, প্রভাষক হেমায়েত উল্লাহ, প্রভাষক মো: রাশেদুল হাসান, প্রভাষক ফজলে এলাহী মো: জুলফিকার, প্রভাষক অঞ্জন কুমার দেব, প্রভাষক অঞ্জন কুমার দে , প্রভাষক তপন ধর , প্রভাষক উল্লাস দে, সিনিয়র শিক্ষক আব্দুর রহীম, মোহাম্মদ আব্দুল হক, সোমা তালুকদার, সহকারী শিক্ষক আব্দুল আলীম, তড়িৎ বড়–য়া, মাসউদুর রহমান, কামরুন নাহার, সুলতানা রাজিয়া চৌধুরী, নার্গিস সুলতানা, মাহাইচিং মার্মা, রোকসানা বেগম, অসীম কুমার দাশ, রুপন কান্তি নাথ, মোহাম্মদ মেজবা উদ্দিন, মোঃ সুলাইমান, শারমিন আক্তার, অংমে প্রæ মার্মা, মোঃ তৌহিদুল আলম, জসিম উদ্দিন, শিমু রায়, প্রিয়াংকা ত্রিপুরা, মো: সরোয়ার আজম, বামং সিং মার্মা, প্রীতি দাশ পিংকি, অফিস সহকারী মো: ইকবাল হোসেন, সুজন নন্দী, জয়শ্রী সেনসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখা পড়ার পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য ক্রীড়ার কোন বিকল্প নেই। শারীরিক প্রশান্তি ও মানসিক উন্নয়নে ক্রীড়া অগ্রনী ভুমিকা পালন করে। এছাড়াও খেলাধুলার মাধ্যমে একটি শিশুকে একজন সুশৃংঙ্খল জাতিতে পরিনত করা যায়, খেলাধুলা মানুষকে শৃংঙ্খলা ও সহানুভুতিতা শেখায়। তাই প্রতিটি মানুষের জীবন গঠনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার পরির্”চা অপরিসীম।সপ্তাহ ব্যাপী এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা একশ মিটার দৌড়, দুইশ মিটার দৌড়, চকলেট দৌড়, ভারসাম্য দৌড়, বস্তা দৌড়, দীর্ঘ লাপ, লং ঝাপ, মোরগ লড়াই, হাড়ি ভাঙ্গা, পাখি উড়া, যেমন খুশি তেমন সাজ, মিউজিক্যাল চেয়ার, টিপ পরানো, ধীর গতির সাইকেল, বেলুন ফুটানো, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ ৫৪টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতা ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্র্র্যন্ত চলবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!