

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বাার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গত রোববার (২ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো:হারুণ-অর-রশীদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মো:মাকসুদ চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:মফিদুল আলম,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,মো:শফিকুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মো:আব্দুল কুদ্দুছ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ সুকুমার দত্ত,সদর উপজেলা ভূমি কর্মকর্তা নুর-এ-জান্নাত রুমী,নির্বাহী ম্যাজিস্টেট্র আলী নুর,রেনু দাস,চৈতি সর্ববিদ্য,বান্দরবান সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ বড়–য়া,কালেক্টরেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুর্বণা চৌধুরী,কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো:আব্দুর রহিম,সহকারী প্রধান শিক্ষক মো:আব্দুল হক,মো:তৌহিদুল আলম,সোমা তালুকদার, কালেক্টরেট কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো:জাহেদুল আলম সুমন,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো:ইসলাম কোম্পানী সহ শিক্ষা প্রতিষ্টানটির ছাত্র-ছাত্রী,সরকারী বেসরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,শিক্ষার কোন বিকল্প নেই।আজ যারা শিশু আগামীতে তারা দেশের কান্ডারী। এসময় তিনি আরো বলেন,বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।আর এই সরকারের আমলেই পার্বত্য এলাকার শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।এসময় প্রতিমন্ত্রী শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় বিত্তবান ব্যক্তিদের শিক্ষার উন্নয়নে সহযোগিতা করার অনুরোধ জানান।তিনি বলেন,শুধু একজন বা দুজনের অর্থের বিনিময়ে নয় এলাকার সকলের অল্প অল্প অর্থের বিনিময়ে শিক্ষার পরিবেশ আরো উন্নত হবে।এসময় প্রতিমন্ত্রী প্রাথমিকভাবে এক কোটি টাকা ব্যায়ে কালেক্টরেট কলেজের নতুন ভবন নির্মাণ এবং লাইব্রেরীতে বই ক্রয়ের জন্য ৫ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।
পরে অনুষ্টানে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অনুষ্টানে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহন করে।শেষে প্রথমবারের মত একাদশ শ্রেণীতে ভর্তিকৃত কালেক্টরেট কলেজের শ্রেণী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।