এশার পাশে সাবেক ছাত্রলীগ নেতারা,গলায় দিলেন ফুলের মালা


প্রকাশের সময় :১৩ এপ্রিল, ২০১৮ ১:৫১ : পূর্বাহ্ণ 652 Views

বান্দরবান অফিসঃ-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি ইফফাত জাহান এশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার পাশে থাকার কথা জানালেন ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা। আজ বিকেলে বনশ্রীতে এশার এক আত্মীয়ের বাসায় গিয়ে ছাত্রলীগের সাবেক ২২জন নেতা দেখা করেন।ছাত্রলীগের সাবেক সহসভাপতি জয়দেব নন্দী বলেন, ‘আমরা সাড়ে ৪টা থেকে প্রায় ২ ঘণ্টা এশার বাসায় ছিলাম।সে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত।তার শরীরে প্রচুর মারের দাগ রয়েছে।বারবার আঁতকে উঠছে। সে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।’জয়দেব নন্দী বলেন, ‘এশাকে আমরা ফুলের মালা দিয়েছি।আমরা তাঁকে সাহস ও সান্তনা দিয়েছি। তার পরিবারের সদস্যদেরও সাহস যুগিয়েছি।’ এশাকে দেখতে যাওয়া ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে ছিলেন,মোস্তাফিজুর রহমান মোস্তাক,শামসুল কবির রাহাত,মেহেদী হাসান,ওমর শরীফ,মামুনুর রশিদ,নবেন্দু সাহা নব,আশিক রন শিহাবুজ্জামান,তরিকুল ইসলাম, ওয়ারেছি চঞ্চল,আব্দুর রহমান জীবন,শারমিন সুলতানা লিলি,আফরিন নুসরাত,জাকিয়া নিপা, জিসান মাহমুদ,রেজাউল হাফিজ রেশিম, শাহিনুর রশিদ সোহেল,হাসানুজ্জামান তারেক, শেখ রাসেল,শারমিন সুলতানা তনমী প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!