

বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।ভুক্তভোগী স্কুল ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৯ মার্চ) অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-জামাল উদ্দিনের ছেলে মো: করিম (১৯),নুর হোসেনের ছেলে মো. রাসেল (২১),লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০) ও আবুল ফায়েজ এর ছেলে মো.ইকবাল (২৪)। তারা আলীকদম সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মোস্তাক কারবারী পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়,গত শুক্রবার (১৪ মার্চ) আলীকদম সদর ইউনিয়নের পার্শ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে যায় অষ্টম শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রী।গোসল শেষে বাড়ী ফেরার পথে একা পেয়ে চার যুবক পার্শ্ববর্তী তামাক ক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং তা মোবাইলে ভিডিও ধারণ করেন।এমনকি এ ঘটনা কাউকে না বলার জন্য ঐ স্কুল শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের হুমকি দেয় ধর্ষকরা।পরে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী আলীকদম থানায় ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বুধবার অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন বলেন, ধর্ষণের শিকার এক স্কুল শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে।তদন্ত শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।