বান্দরবানে ইয়াবাসহ রুমা আক্তার নামে এক নারীকে আটক করেছে র্যাব-১৫।শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের খুইল্ল্যা মিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আলীকদম উপজেলায় অভিযান চালিয়ে রুমা আক্তার (৩০) নামে এক মাদক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১৫। আটককৃত রুমা আক্তার আলীকদমউপজেলার ২নং ওয়ার্ডের খুইল্ল্যা মিয়া পাড়া গ্রামের ফরিদুল আলম এর মেয়ে ও একই এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
র্যাব সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে রুমা আক্তার অবৈধভাবে ইয়াবা ব্যবসা করে আসছিল।এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব-১৫ এর একটি টিম রুমা আক্তারের ঘরে অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে নিজ ঘরের ভিতর বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০ হাজার পিস ইয়াবা করে র্যাব। পরে উদ্ধারকৃত ইয়াবা ও রুমা আক্তারকে আটক করে নিয়ে আসে।
এ বিষয়ে র্যাব-১৫ মিডিয়া উইং অতিরিক্ত পুলিশ সুপার আবু সালম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ব্যবসা করে আসছিল রুমা আক্তার। সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রুমা আক্তারের বাড়িতে মজুদ করে রাখত। পরবর্তীতে সেই ইয়াবাগুলো স্থানীয় এলাকা ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে তাদের নির্ধারিত এজেন্টদের মাধ্যমে বিক্রয় করে আসছিল। আটককৃত রুমা আক্তারের বিরুদ্ধে পরবর্তীতে আইনুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে