

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে, বান্দরবানের আলীকদম উপজেলায় দুস্থ ও গরিব রুগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। বুধবার(১৮মার্চ) আলীকদম সেনা জোনের প্রত্যেয়ী তেইশ বীরের আয়োজনে সকাল ৯ টা ৩০মিনিট থেকে বেলা ১২ ঘটিকা পর্যন্ত আলীকদম মুরুং কল্যাণ ছাত্রাবাস প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।এতে আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন ডাক্তার মোঃ সাদমান সিফাত ও ক্যাপ্টেন ডাক্তার লিজার নেতৃত্বে একটি চিকিৎসক দল সুবিধা বঞ্চিকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং সেই সাথে বিনা মূল্যে ঔষধ বিতরণ করেন।চিকিৎসা সুবিধা বঞ্চিত কয়েকজন রোগীর সাথে কথা বললে তারা জানান, আলীকদম সেনা জোন থেকে আমাদের মাসিক, সাপ্তাহিক চিকিৎসা সেবা ও ফ্রি প্রদান করা হয় তার গুণগত মান অনেক ভাল। এতে এলাকার সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছে তেমন স্বাস্থ্য সেবাটাও ঠিকমত পাচ্ছে।