

“খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন,নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদমের সংরক্ষিত মাতামহুরী রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে অবৈধভাবে বালু,পাথর উত্তোলন বন্ধ এবং ইটভাটায় বনের কাঠ পোড়ানো বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১৪ ফেব্রুয়ারী (সোমবার) সকালে বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদের সামনে সবুজ আন্দোলন নামে একটি সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্টিত হয়। এসময় মানববন্ধনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন,কিছু অসাধু ব্যবসায়ী বান্দরবানের আলীকদমের সংরক্ষিত মাতামহুরী রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে অবৈধভাবে বালু,পাথর উত্তোলন করে যাচ্ছে আর তার পাশাপাশি অবৈধভাবে বনের কাঠ কেটে তা ইটভাটায় বিক্রি করছে। এসময় বক্তারা আরো বলেন,অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে ঝিড়ি ঝর্ণা শুকিয়ে যাচ্ছে আর পানির কষ্টে দিনযাপন করছে পাহাড়ের অসংখ্য জনসাধারণ। এসময় বক্তারা অনতিবিলম্বে মাতামুহুরী রিজার্ভকে রক্ষা করা ও চোরাকারবারীদের দ্রæত খুজেঁ বের করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার,সবুজ আন্দোলন এর আলীকদম উপজেলা শাখার সভাপতি হাসান মাহমুদ,আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন,নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো:কফিল উদ্দিন,আলীকদম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নানসহ সবুজ আন্দোলনের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।