বান্দরবানের আলীকদম উপজেলায় একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে প্রশাসন।সোমবার (৫ ডিসেম্বর) আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মো.সোয়াইব আলীকদম ১নং ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড এলাকায় (পালংপাড়া) নির্মাণাধীন অবৈধ একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন এবং একটি স্কেভেটর জব্দ করেন।
পরে বুধবার (৭ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর,বান্দরবান কার্যালয় এ ঘটনায় আলীকদম থানায় একটি মামলা দায়ের করেন।এদিন পরিবেশ অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের জুনিয়র কেমিস্ট মো.আব্দুস সালাম নির্মাণাধীন ইটভাটাটি পরিদর্শন করেন।এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিসি নামের নির্মাণাধীন ইটভাটা এর মালিক মো.বেলাল হোছাইন কে মামলায় প্রধান আসামী করা হয়েছে।এতে জমির মালিকসহ ৬জন কে আসামী করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর, বান্দরবান কার্যালয় এর সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান,বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) ধারায় আলীকদম থানায় নির্মাণাধীন এবিসি ইটভাটার মালিকসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর,বান্দরবান কার্যালয়।এছাড়াও ভাটাটি সম্পূর্ণরুপে উচ্ছেদ করা হয়েছে।পাহাড় কেটে জীব বৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এবিষয়ে মুঠোফোনে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মো.সোয়াইব বলেন,অবৈধভাবে পাহাড় কেটে নির্মাণাধীন একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন।