বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
১১ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে আলীকদম উপজেলার
এলজিআইডি তত্ত্বাবধানে ৩নং নয়াপাড়া ইউনিয়নের, রোয়াম্ভু সড়কের উপর নির্মিত ৮০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন।
এছাড়াও পার্বত্য মন্ত্রী যেসব উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এলজিইডির তত্ত্বাবধানে পানবাজার চৈক্ষ্যং ত্রিপুরা পাড়া কলার ঝিড়ি রােড কার্পেটিং দ্বারা কাজের শুভ উদ্বোধন।
সােনাইছড়ি (আর এন্ড এইচ) হতে রূপসীপাড়া পূনর্বাসন মোড় ও বাবু পাড় হতে নংনক্যমি রােড , নােয়া বাজার হতে মার্মা পাড়া রােড , নােয়া পাড়া রােয়াম্ভু হতে মাংচপাড়া রােড ও বাগান পাড়া জামে মসজিদ ভায়া মনু মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন তিনি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আলীকদম উপজেলা সদরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প এবং আলীকদম উপজেলার উপ – সহকারী প্রকৌশলীর বাসভবন ও জিএফএস এর মাধ্যমে পল্লী অঞ্চলের তিনটি পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন।
দিনব্যাপী এসব উন্নয়নমূলক কাজের শেষে আলীকদম উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে- মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ্দুজ্জামান, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সাঈদ ইকবাল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ফিলিপ ত্রিপুরা, ফাতেমা পারুল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো: জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহারাব হোসেন, আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।