রবিবার (১ডিসেম্বর) বিকেল ৩টায়, বান্দরবানের আলীকদম বাসষ্টেশন প্রাঙ্গণে আলীকদম থানা পুলিশের সহযোগীতায় কমিউনিটিং পুলিশিং মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়।গুজব,মাদক,চুরি-ডাকাতি, ছিনতাই প্রতিরোধ, দাঙ্গা-হাঙ্গামা সহ সমাজ বিরোধী কর্মকান্ড লিপ্তদের সামাজিক ভাবে ভয়কট করা, প্রয়োজনে আলীকদম থানার সহযোগীতা নেয়ার পরামর্শ দেন এস আই মতিউর রহমান।
৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সদ্দার্র, মাতবর এবং এলাকাবাসী।
আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজি রকিব উদ্দীন বলেন- পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন।সমাজের সর্বস্তরে শান্তি বজায় রাখতে ও সামাজিক পরিবেশকে সুন্দর করতে সকলের আন্তরিকতা প্রয়োজন।সবাই সচেতন হলেই দেশ থেকে গুজব,খুন,মাদক, জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে।