সিএইচটি নিউজ ডেস্কঃ-বান্দরবানের আলীকদম উপজেলায় গত ২৮মে আলীকদম সদর বাজার এলাকায় নিত্যপণ্য ও ভোগ্য পণ্যসমূহের বাজার দর স্থিতিশীল রাখাসহ জনসচেতনতা সৃষ্টিকরণের লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর আলোকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নূর-এ-জান্নাত রুমি, উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ), ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, লামা।এসময় দোকানে মূল্য তালিকা না টাঙ্গানো, ভেজাল মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পন্য রাখাসহ হোটেলে পঁচা, বাসি খাবার রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জব্দকৃত দ্রব্যাদি ধ্বংসকরণসহ ৭জন দোকানিকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি ক্রেতাসাধারণ ও বিক্রেতাদেরকে ভোক্তা অধিকার আইন যথাযথ পরিপালনের নির্দেশ প্রদান করেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.