পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়.! তা আবারো প্রমাণ করলেন, বান্দরবান পার্বত্য জেলার লামা সার্কেল এএসপি, রেজওয়ানুল ইসলাম। শনিবার সকালে অফিশিয়ালি কাজে বান্দরবানের আলীকদম থানা আসেন তিনি, থানায় পুলিশি সেবা নেওয়ার জন্য, আগত সাধারন জনগনের জন্য অন্তত এক কাপ চা ও এক গ্লাস বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছেন লামা সার্কেল এএসপি রেজওয়ানুল ইসলাম।
এএসপি রেজওয়ানুল ইসলাম বলেনঃ- বাংলাদেশ পুলিশ বাংলাদেশে একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। প্রতিদিনই বিভিন্ন শ্রেণীর মানুষ অভিযোগ ও সুবিচার পাওয়ার আশায় আলীকদম থানায় পদার্পণ করেন। আগত এলাকার সাধারণ জনগণ যেন পুলিশকে ভয় না পেয়ে, তাদের অভিযোগের কথা সম্পূর্ণরূপে খুলে বলতে পারে এবং থানায় এলে অন্ততপক্ষে এক গ্লাস বিশুদ্ধ খাবার পানি না হয় এক কাপ চা খেয়ে যেতে পারেন, তার সব ব্যবস্থা করা আছে আলীকদম থানায়।
আলীকদম থানা অফিসার ইনচার্জ কাজী রকিবউদ্দীন বলেনঃ- সাধারন জনগন যেকোনো সেবার জন্য আলীকদম থানায় আসলে, অন্ততপক্ষে এক গ্লাস বিশুদ্ধ খাবার পানি ও এক কাপ চা খাওয়ার ব্যবস্থা করে দেওয়াই, আমরা আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি লামা সার্কেল এএসপি রেজওয়ানুল ইসলাম স্যারের এই মহৎ উদ্যোগের জন্য।