করোনা ভাইরাস সংক্রমণ জীবাণু থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, বান্দরবানের আলীকদম উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারের জন্য নির্ধারণ করা হলো আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারের নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন আলীকদম সেনা জোনের, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম পিএসসি এ সময় উপস্থিত ছিলেন- আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার সাইদ ইকবাল, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দীন, আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী, আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ সহ স্থানীয় সংবাদিক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আলীকদম উপজেলার ব্যবসায়ী, চাকরিজীবী ও শ্রমজীবী সহ যেসব মানুষ উপজেলার বাহিরে আছেন, তারা উপজেলায় ফিরলে ও বসবাসরত কারো শরীরে কোন করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে উক্ত প্রতিষ্ঠানের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে আসা হবে।
করোনা ভাইরাস টেস্টের মাধ্যমে তাদের শরীরে কেভিট-১৯ এর রিপোর্ট নেগেটিভ আসলে, তারা নিজ বাড়িতে চলে যেতে পারবে।