

আগামীর পথে এই প্রতিপাদ্য নিয়ে, বান্দরবানের আলীকদম উপজেলায় পালিত হল আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০১৯। দিবসটি উপলক্ষে,আলীকদম উপজেলা প্রশাসনের সহযোগিতায় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে,উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলীকদম উপজেলা নির্বাহি অফিসার সাঈদ ইকবাল এর সভাপতিত্বে ও কারিতাস পেপ প্রকল্পের মাঠ সহায়ক শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি,আলীকদম থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন সহ বেশ কিছু প্রতিবন্ধী নারী ও পুরুষ।উপস্থিত বক্তারা বলেন- প্রতিবন্ধীর দেশ ও সমাজের বোঝা নয়,একটু সহযোগিতা,সহানুভূতি, ও ভালোবাসা পেলে সব কাজই’ করতে পারেন তারা।বক্তারা আরো বলেন-শারীরিক শ্রবণ ও দৃষ্টি সহ অনেক প্রতিবন্ধী আমাদের সমাজে বসবাস করেন।আমরা ছোট প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করে স্কুলে পাঠাবো,সুশিক্ষায় শিক্ষিত করলে এবং বড় প্রতিবন্ধীদের হাতের কাজ শিখালে তারা আর ভিক্ষার তলি হাতে নেবে না,নিজের কর্ম করে খাবে। তখনই পূরণ হবে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন।