পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় চালু হল, আলীকদম অনলাইন শপ নামে হোম ডেলিভারির প্রতিষ্ঠিত। চলমান মহামারী করোনা ভাইরাস (Covid-19) এর কারণে অনেক সচেতন মানুষ, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বাইর হচ্ছে না। এমনকি নিত্য-প্রয়োজনীয় বাজার ও অন্য কারো দিয়ে করাচ্ছে! সময়, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধির কথা চিন্তা করেই আত্মপ্রকাশ করল, আলীকদম অনলাইন শপ। এই প্রতিষ্ঠান থেকে যে কেউ, ফোন করে অথবা এসএমএস এর মাধ্যমে, ঘরে বসেই কিনতে পারবে নিত্য প্রয়োজনীয় জিনিস! এ প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে চাইলে facebook. com/ Alikadam Online shop লিঙ্কে প্রবেশ করুন। ফরমালিনমুক্ত শাকসবজি, মাছ, মাংস থেকে শুরু করে নামকরা কোম্পানির তৈল,আলুর, ডাল, চাল, সাবান সহ প্রয়োজনীয় সব আইটেম এখানে পাওয়া যাবে। এই প্রতিষ্ঠানে দিনদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট। আলীকদম অনলাইন শপে, পার্ট টাইম চাকরির সুযোগ পাবে স্থানীয় শিক্ষিত বেকার ছাত্র/ছাত্রীরা।
আলীকদম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আলীকদম অনলাইন শপের প্রতিষ্ঠাতা, এস এম জিয়াউদ্দিন জুয়েল জানান- ১০০% ফরমালিনমুক্ত শাকসবজি, সাগর/পুকুরের মাছ থেকে শুরু করে আমাদের প্রতিষ্ঠানের সকল পণ্য থাকবে ফ্রেশ। পণ্য হোম ডেলিভারি দেওয়ার জন্য আমরা বেছে নিয়েছি, স্কুল-কলেজে পড়ুয়া কিছু শিক্ষিত যুবক, যার ফলে কিছুটা হলে নিরসন হবে বেকার সমস্যা।
আলীকদম অনলাইন শপ নামের প্রতিষ্ঠানটি, পর্যাক্রমে বান্দরবানের সাত উপজেলায় কার্যক্রম পরিচালনা করবে বলে আশা রাখেন তিনি।