গুদামে গুদামে কৃষকের ধান বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, এই প্রতিপাদ্য নিয়ে পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় সরকারি পর্যায়ে অভ্যান্তরীণ আমন,আতপ ধান সংগ্রহ ২০১৯-২০ ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদামে, ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, উপজেলা সমাজসেবা অফিসার তানভীর আহমেদ। শেখ হাসিনার বাংলাদেশ. ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই স্লোগানকে সামনে নিয়ে, আলীকদম উপজেলার ৩টি ইউনিয়নের ১৬২ জন কৃষক থেকে ২৩২ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা অনিল চন্দ্র চাকমা, সহকারী কৃষি কর্মকর্তা গিয়াস উদ্দিন কুতুবী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, উপজেলা কৃষক প্রতিদিন ফরিদ আহাম্মদ সর্দার উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোজাম্মেল হক জানান, প্রতি কেজি ২৬ টাকা দরে ধান ক্রয় করা হবে। প্রান্তিক থেকে শুরু করে তালিকা ভুক্ত সব কৃষকের ধান ক্রয় করা হবে।