আলীকদমে পার্বত্য শান্তি চুক্তির ২২ তম বর্ষপূর্তি উদযাপিত


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৩ ডিসেম্বর, ২০১৯ ১২:৩৫ : পূর্বাহ্ণ 614 Views

আলীকদমের আকাশে শান্তির পায়রা উড়িয়ে দিন ব্যাপি নানা আয়োজনে পালিত হয়েছে পার্বত্য শান্তি চুক্তির ২২ তম বর্ষ পূর্তি।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় আলীকদম শহীদ মিনার চত্বর থেকে সাদা রঙ্গের পায়রা উড়িয়ে শুভারম্ভ হয় দিবসটির।এর পর আলীকদম জোনের অধিনায়ক লেঃ কর্ণেল সাইফ শামীম এর নের্তৃত্বে একটি শান্তি র‌্যালী আলীকদম শহীদ মিনার থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।এরপর শুরু হয় ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর অনুষ্ঠিত শান্তি চুক্তির ২২ তম বর্ষ পূর্তির আলোচনা সভা।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্ণেল সাইফ শামীম পি,এস,সি।

লামা পৌরসভার মেয়র মোঃ জহির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম,লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,লামা উপজেলা নির্বাহী অফিসার নূরে জান্নাত রুমি,আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল,আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা,৩ নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা,গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,লামা ও আলীকদম উপজেলা কর্মরত সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের পরিচালক ইয়োংলক ম্রো প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল সাইফ শামীম বলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে পার্বত্য চুক্তি সম্পাদন করেন। প্রধানমন্ত্রীর এমন মহৎ উদ্যোগের কারণে পাহাড়ে শান্তির সুবাতাস বইছে।কিন্তু এখনো কতিপয় সন্ত্রাসী সংগঠন বিভিন্ন নামে নীরিহ জনগনের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে।কারা সন্ত্রাসী,তাদেরকে চিহ্নিত করতে আমাদের সহযোগীতা করুন। আপনারা আমাদেরকে সহযোগীতা করলে আমরা এসব চাঁদাবাজ ও সন্ত্রাসকে শক্ত হাতে দমন করতে সক্ষম হবো।পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে হবে।কোন অবস্থাতেই চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড সহ্য করা হবেনা।একটা কথা সবাই মনে রাখবেন আমরা সবাই মিলেমিশে থাকলে আমাদের কল্যান হবে এবং সম্প্রীতি বাড়বে।

আয়োজনের অন্যান্য অংশে ছিলো,বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প,দুপুর একটায় প্রীতিভোজ, বিকেলে সম্প্রীতির ফুটবল ম্যাচ ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!