৭ ডিসেম্বর থেকে ছয়দিন ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সাপ্তাহ ২০১৯ উপলক্ষ্য আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যাগে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্দতি নিশ্চিত করি’ শ্লাগানকে প্রতিপাদ্য করে ৩ ডিসেম্বর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগ মেডিকেল অফিসার ডাঃ বলাল উদ্দিন আহমদ, উপজলা স্বাস্য কমপ্লক্সর আরএমও ডাঃ কামরুল হাসান, গ্রীন হিল সূর্যের হাসি ক্লিনিক ম্যানজার মংছিংপ্রু ও কারিতাস লীন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মাে. এনামুল হক প্রমুখ।
সভায় বলা হয়, তন এফডাব্লিউসি, উপজলা পঃ পঃ কার্যাল ও বেসরকারী সংস্ত গ্রীন হিল সুর্যের হাসি ক্লিনিক এলএআরসি-পিএম ক্যাম্প পরিচালনা করা হবে। এছাড়া আইইউডিসহ মা ও শিশু স্বাস্য সবা, স্ুল স্বাস্য শিক্ষা, কিশারী মা সমাবশ ও পাঁচটি স্যাটলাইট ক্লিনিক ছয়দিন ব্যাপী এই সবা প্রদান ও প্রচার করা হবে।