লামা বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তার নির্দেশে পরিচালিত এক অভিযানে আলীকদম-থানচি সড়ক থেকে ৯৫০ ঘনফুট জ্বালানি কাঠ ও বিবিধ প্রজাতির ১১১ ঘনফুট গোলকাঠ জব্দ করেছে বনকর্মীরা। গত শনিবার (১১ জানুয়ারী) বিট কর্মকর্তা খাইরুল আলম ও সহকারী সাইদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম-থানচি সড়ক এলাকা থেকে অবৈধভাবে কর্তন করা এসব জ্বালানি কাঠ ও বিবিধ প্রজাতির গোল গাছ জব্দ করা হয়। জব্দকৃত গাছের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। অভিযানকালের গাছ কর্তনে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট বন আইনে অজ্ঞাত আসামী করে ৩টি বন মামলা রুজু করেছে তৈন রেঞ্জ কর্তৃপক্ষ।
তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামশুল হুদা জানান, আলীকদম-থানচি সড়ক এলাকা বন বিভাগের নিয়ন্ত্রিত এলাকা নয়। তবে অবৈধভাবে কারো বৃক্ষ নিধন করার সুযোগ নেই। সীমিত জনবল নিয়ে বন বিভাগ আলীকদমে শ্রেণি-অশ্রেণীভূক্ত বনাঞ্চল রক্ষায় তৎপরতা চালাচ্ছে। অবৈধভাবে বৃক্ষ নিধনরোধে বন বিভাগ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।