সারাবিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড ১৯ ছড়িয়ে পড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে মানুষ। বান্দরবানের আলীকদম উপজেলায় চলছে লকডাউন। যাতে এই প্রাণঘাতী ভাইরাস না ছড়ায় সেই জন্য বিভিন্ন স্থানে নানা উদ্যোগের কাজ চলছে। গত এক সপ্তাহ ধরে জনগণকে সচেতন করতে একের পর এক কর্মসূচী পালন করছেন বান্দরবানের আলীকদম উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে লকডাউন এ থাকা আলীকদম উপজেলার বিভিন্ন স্থানের নিম্নআয়ের মানুষ গুলোর ঘরে ঘরে গিয়ে ত্রান বিতরণ করেন, আলীকদম পান বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওমর ফারুক।
সরেজমিনে দেখা যায়- আলীকদম উপজেলার, সিলেটি পাড়া,পূর্ব পালং পাড়া, আবুমাঝি পাড়া, আমতলি পাড়া ও ঘোনা পাড়া অসহায় দিনমজুর মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করেন ওমর ফারুক।
ত্রাণ বিতরণ কারী ওমর ফারুক জানান,সারাদেশ এখন করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে, লকডাউন চলছে, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী প্রদান করি, আমি চাই সমাজের বিত্তবান লোক গুলো, এই দুর্দিনে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়।