অবৈধভাবে ইটভাটায় ইট প্রস্তুত করার দায়ে লামা ও আলীকদম উপজেলার ১২ টি ইটভাটা বন্ধ ঘোষণা এবং একইসাথে ১২ টি ইটভাটাকে জরিমানা করেছে বান্দরবান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১২০৪/২০২২ এর গত ২৫/০১/২০২২ খ্রি তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে বান্দরবান জেলা প্রশাসন ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করলো।বান্দরবানের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির নির্দেশে বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান এবং মামুনুর রশীদের নেতৃত্বে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনভর লামা উপজেলার ১১ টি এবং আলীকদম উপজেলার ১ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.আশফাকুর রহমান এবং লামা থানার সাব ইন্সপেক্টর শাহীন পারভেজ উপস্থিত ছিলেন।এসময় ১২ টি ইটভাটা বন্ধ ঘোষণার পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় ১২ টি ইটভাটাকে সর্বমোট ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।এছাড়াও কাচা ইটের স্তুপ স্কেভেটর দিয়ে ধ্বংস করার পাশাপাশি পরিবেশ ক্ষতিকারক চুল্লিগুলো ভেঙে দেওয়া হয়।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইটভাটা গুলোর মালিক পক্ষের কারও সাথে কথা বলা সম্ভব হয়নি তবে জেলা প্রশাসন সুত্র নিশ্চিত করেছে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযান চলবে।
বিস্তারিত আসছে….