সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিবারের ন্যায় রোববার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা।ভোর সাড়ে ৬টায় লামা উপজেলা স্মৃতিস্তম্ভে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন,বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করে।এরপর লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়।অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম ও অভিবদান গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু,জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল,পৌর মেয়র জহিরুল ইসলাম,লামা থানা ইনর্চাজ আনোয়ার হোসেন।কুচকাওয়াজে উপজেলা পুলিশ বাহিনী, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীরা অংশ নেয়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.