

মোঃরফিকুল ইসলাম (লামা) বান্দরবানঃ-
বান্দরবানের লামা পৌরসভার ৭নং ওয়ার্ড মধুঝিরি এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্রয়সূত্রে ভূমি মালিকদেরকে অন্যায়ভাবে জমিচ্যুৎ করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে লামা সনাতনী সমাজ ও মধুঝিরির সর্বস্তরের জনসাধারণ।গতকাল শুক্রবার বিকাল ৩টায় লামা উপজেলা পরিষদের সামনে সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে লামা প্রেস কাবের হলরুমে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা।মানববন্ধনে লামার সকল ধর্ম ও বর্ণের প্রায় ৩ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল,ফাতেমা পারুল, সনাতনী নেতা প্রশান্ত ভট্টাচার্য্য,বিজয় কান্তি আইচ,৭নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিন,সাংবাদিক কামরুজ্জামান,মো.ইব্রাহিম,মহিউদ্দিন,ওসমান গণি বাবুল,ভুক্তভোগী অচ্যু কুমার দাশ,মিন্টু দাশ সহ প্রমূখ।