জয় মার্মা,(বিশেষ প্রতিনিধি):-বান্দরবান লামায় ঘূর্ণিঝড় “মোরা”র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।ভোর থেকে দমকা-হাওয়া সহকারে প্রবল গতিবেগে বাতাস বইতে শুরু করে।বাতাসের কারনে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ভেঙ্গে পড়েছে ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি।লামা-চকরিয়া-আলীকদম সড়কের ওপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।এছাড়া লাইনঝিরি,চেয়ারম্যান পাড়া,ছাগলখাইয়া,শীলেতুয়া, রূপসী পাড়া,ফাঁসিয়াখালী,গজালিয়া ও সরই ইউনিয়নে দেড় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়।বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও গাছ ভেঙ্গে পড়ায় সকাল থেকে বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে লামায়।এছাড়া কোথাও কোথাও বাসার উপর গাছ ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে।তবে এখনো পর্যন্ত কোথাও কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.