

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-লামায় ম্যালেরিয়া রোগ নির্মূল বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান সহ তিন পার্বত্য জেলা থেকে ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া রোগ নির্মূলের লক্ষে বুধবার টাউন হলে লামা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.উইলিয়াম লুসাই এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।অনুষ্ঠানে লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,পুলিশ উপ-পরিদর্শক ইকবাল করিম বিশেষ অতিথি ছিলেন।এছাড়া সভায় স্থানীয় এনজিও,জন-প্রতিনিধি,সাংবাদিক প্রমুখ অংশ গ্রহণ করেন।স্বাগত বক্তব্য রাখেন ডা.শফিউর রহমান মজুমদার।স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির মনিটরিং এবং এক্সপার্ট ডা.মোঃনজরুল ইসলাম স্লাইডের মাধ্যমে ম্যালেরিয়া রোগের বিভিন্ন কর্মসূচি,ম্যালেরিয়া নির্মূলে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কার্যকর পদেেপ মৃত্যুর হার কমানো,ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলের সম্ভাব্য বিভিন্ন দিক তুলে ধরেন।