বান্দরবানের লামা উপজেলায় সোমবার (৬ এপ্রিল) সকাল দশটায় আলীকদম সেনা জোনের ২৩বীরের সৌজন্যে মাস্ক ও ত্রান বিতরণ করা হয়, এবং লামা গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। আলীকদম সেনা জোনের জোন-কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম পিএসসি নির্দেশে, আলীকদম জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে একটি সেনা টিম এই কার্যক্রম পরিচলনা করেন। উক্ত সেনা টিম লামা সরকারি হাসপাতাল পরিদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোয়াজ্জেম হোসেন ও লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক।
এছাড়াও লামা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মাইকিংয়ে সেনাবাহিনী জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সবাইকে হোম কোয়ারান্টাইনে থাকতে অনুরোধ করেন। বিশেষ করে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ঘনঘন হাত ধূয়ে ধৌত করতে পরামর্শ দেয়া হয়।