

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:-বান্দরবানের লামা উপজেলায় ইয়াবা ব্যবসায়ী মো. বেলাল উদ্দিন (৩২) চৌকিদারকে আটক করেছে পুলিশ।সোমবার দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ার বাড়ি থেকে ৪৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক বেলাল অংহ্লপাড়ার বাসিন্দা মৃত মুন্সি মিয়ার ছেলে ও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের চৌকিদার।সূত্র জানায়,দীর্ঘদিন ধরে চৌকিদার বেলাল এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছেন।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার বাড়িতে অভিযান চালিয়ে ৪৪০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।লামা থানার ওসি মো.আনোয়ার হোসেন বলেন,এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।